নাটোরের সিংড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন হাফিজুর রহমান নামে এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, গত ১০ সেপ্টেম্বর বড়গ্রাম গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা তার কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। এ সময় তিনি স্ট্যাম্পে সাক্ষীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তিও দেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা চাইলে মোস্তফাকে তালবাহানা শুরু করেন এবং উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি হাফিজুর রহমানের বিরুদ্ধেই সিংড়া থানায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয়রা মানববন্ধন করে মামলাটি তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, পাওনা টাকা চাওয়ায় কাউকে মিথ্যা মামলায় জড়ানো দুঃখজনক। একই সঙ্গে হাফিজুর রহমান যেন তার ন্যায্য পাওনা টাকা পান, সেই ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
হাফিজুর রহমানও প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।
এমআর/সবা










