গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে একদিনে ১০টি গরু মারা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক হাজারের বেশি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর মানুষের সচেতনতার জন্য উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মাইকিং করছে। তারা সতর্ক করেছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস কাটলে রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। আক্রান্ত পশু জবাই করা যাবে না, হাতে গ্লাভস পরে পরিচর্যা করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানিয়েছেন, মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং তারা রোগ নিয়ন্ত্রণ ও সচেতনতায় কাজ করছেন।
এমআর/সবা










