রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ অক্টোবর)।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুইঅং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্যই বিএনপির প্রধান শক্তি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তৃণমূল কর্মীরাই দলের মূল ভিত্তি—তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
এমআর/সবা










