ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর ব্রিকস থেকে হাসানপুর ব্রিজ পর্যন্ত গতিয়া খালে মাছ ধরার জন্য স্থানীয়দের তৈরি করা অবৈধ বাঁধ ও জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপসারণ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঁধ থাকায় ইউনিয়নের প্রায় ১৫০ একর আমন ধানের জমি পানিতে তলিয়ে গিয়ে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসনও আগে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
সোমবার (০৬ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খালের সব বাঁশ, বাঁধ ও জালসহ পানি প্রবাহে বাধা দেয় এমন সকল অবৈধ নির্মাণ অপসারণ করা হয়। অপসারণের ফলে খালের পানি স্বাভাবিক প্রবাহে ফিরে আসে এবং কৃষকদের জমির পানি নেমে যেতে শুরু করেছে।
এমআর/সবা










