মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে ভরাটের মহোৎসব চলছে। এতে দুই ও তিন ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না তারা।
সোমবার (৬ অক্টোবর ) দুপুরে উপজেলার ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে এলাকায় গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করা হচ্ছে।
জামসা গ্রামে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে ৫০ থেকে ১০০ ফুট গভীর গর্ত করে সিলিকা বালু তোলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অদৃশ্য এক শক্তির তত্ত্বাবধানে এই অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করা হচ্ছে। লুৎফরের তত্ত্বাবধানে লেবু,ঢাকিজোড়া গ্রামে রবিদুলের তত্ত্বাবধানে সেলিম,পাড়া গ্রামের লুৎফরের তত্ত্বাবধানে মিন্টু প্রভাবশালী হওয়া তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে চাষের জমি মাটি নিচের দিকে নেমে যায়।ফলে সে জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ছে। অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনে নেই কোনো নজরদারি। সরকারি কর্মকর্তারা বিষয়টি দেখেও না দেখার ভান করেছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রতিনিয়ত এভাবে বালু তুলে ফেললে ওই জমিতে কোন ফসলই তো আর হবে না।এ বিষয়ে ভূমি অফিসে ও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দেওয়া হয়েছে ।
শিবালয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, ফসলি জমি থেকে বালু উত্তোলন এবং ফসলি জমি ভরাট করা সম্পূর্ণ বে-আইনি।অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমআর/সবা










