১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, ন্যায্য ভাতা দাবি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে তিন দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তাদের ন্যায্য সুবিধা বাস্তবায়িত হয়নি। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক সাহা বলেন, “এগুলি কোনো বিলাসিতা নয়, বরং আমাদের মৌলিক অধিকার। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে।”

কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপে ন্যায্য ভাতা ও সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এমআর/সবা

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, ন্যায্য ভাতা দাবি

আপডেট সময় : ০৭:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাঙামাটির রাজস্থলী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে তিন দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তাদের ন্যায্য সুবিধা বাস্তবায়িত হয়নি। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক সাহা বলেন, “এগুলি কোনো বিলাসিতা নয়, বরং আমাদের মৌলিক অধিকার। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে।”

কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপে ন্যায্য ভাতা ও সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এমআর/সবা