০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও সবজি বীজ

নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বাড়ানোর জন্য এই প্রণোদনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১১ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খানসহ অফিসের অন্যান্য কর্মচারী এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা

সিংড়ায় ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও সবজি বীজ

আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বাড়ানোর জন্য এই প্রণোদনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১১ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খানসহ অফিসের অন্যান্য কর্মচারী এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা