গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাবনার পাড় গ্রামে ২২ ফুট প্রস্থের খালে ৭৪ ফুট দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং ধীরগতিতে কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছেন।
অভিযোগে বলা হয়, ব্রিজের পাইল নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে, কম সিমেন্ট ব্যবহার করেই কাজ দেখানো হচ্ছে। পাইলের অর্ধেক অংশ মাটিতে পুঁতে বাকি রড কেটে বিক্রি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌরভ ট্রেডার্স।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, “গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় ২০২৪–২৫ অর্থবছরে মান্দ্রা খেয়াঘাট–বাপার্ড জাঠিয়া সড়কের ৬০৫০ মিটার চেইনেজে ব্রিজ নির্মাণ কাজ দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের পাইলের কাজ চললেও মাটির উপরের অংশ কেটে রড তুলে নেওয়া হচ্ছে। শ্রমিকরাও স্বীকার করেছেন যে তারা রড কেটে বের করার কাজ করছেন।
স্থানীয়রা জানান, অনিয়মের বিষয়টি প্রকাশ করলে ঠিকাদারের লোকজন ভয় দেখায় এবং মামলা হুমকি দেয়। এক বছর পার হলেও কাজের মাত্র ১০ ভাগ শেষ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌরভ ট্রেডার্স-এর মালিক মো. মুরসালিন সৌরভ সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে বলেছেন, “ব্যস্ত আছি।” উপজেলা প্রকৌশলী শফিউল আজম জানিয়েছেন, অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।” এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, অভিযোগ করছেন কিছু প্রকৌশল কর্মকর্তা ঠিকাদারের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করছেন।
এমআর/সবা










