ফেনীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত পত্রে বাদলকে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় নেতাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তরের নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
সূত্র আরও জানায়, বাদল তার ফেসবুক আইডি থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রথমে তাকে যুবদল থেকে এবং পরে সদর উপজেলা বিএনপি থেকেও বহিষ্কার করা হয়।
বহিষ্কার প্রসঙ্গে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল জানান, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ১৩টি মামলার আসামি হয়েছি, ৬ মাস জেল খেটেছি, শত শত নেতাকর্মীকে বিনা পয়সায় আইনি সহায়তা দিয়েছি। অথচ আমাকে শোকজ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।”
তিনি দাবি করেন, “বর্তমান যুগে যে কাউকে ষড়যন্ত্র করে ফাঁদে ফেলা যায়। আমি রিজভী সাহেবকে নিয়ে কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলিনি। স্থানীয় কিছু মহলের ষড়যন্ত্রেই এসব করানো হচ্ছে।”
তার বক্তব্য, “বিএনপি আমার প্রথম এবং শেষ ঠিকানা।”
এমআর/সবা










