নভেম্বরের শুরুতেই রংপুরের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় তেঁতুলিয়ায় শীতের তীব্রতা অন্য এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে পুরো অঞ্চল, আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের দাপট।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হওয়া শুরু হলেও ভোরের দিকে কুয়াশা কিছুটা হালকা হয়। সূর্য ওঠার পর কিছুটা কমে আসে ঠান্ডার অনুভূতি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,
“উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কনকনে শীতে তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।”
এমআর/সবা










