০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শফিউল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা লোকমান হাসেম (৩৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাবসার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। শনিবার ভোরে ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ সময় একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ থানায় আনা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি ও ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি অজ্ঞাত গাড়িটিকে শনাক্তে চেষ্টা চলছে।

এমআর/সবা

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জন নিহত

আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শফিউল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা লোকমান হাসেম (৩৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাবসার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। শনিবার ভোরে ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ সময় একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ থানায় আনা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি ও ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি অজ্ঞাত গাড়িটিকে শনাক্তে চেষ্টা চলছে।

এমআর/সবা