চট্টগ্রামের হাটহাজারী থেকে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামির নাম মো. পারভেজকে (২০)। সে হাটহাজারী থানার পশ্চিম উদালিয়া গ্রামের মুহাম্মদ দিদার আলমের ছেলে। শনিবার (২১ অক্টোবর) ভোররাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ২০২০ সালে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় মো. পারভেজকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিম। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চলাকালীন সময়ে আসামি পলাতক থাকায় ২০২২ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শিরোনাম
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- ।
- 76










