রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়ায় অবস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম দুই দিনব্যাপী ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মহতী ধর্মসভা এবং চতুষ্প্রহরব্যাপী তারাকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসবের মাধ্যমে উদযাপন করেছে।
১৯ ডিসেম্বর শুক্রবার আয়োজিত প্রথম দিনে গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মসভা ও সন্ধ্যায় মহোৎসবের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মসভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মিল্টন চৌধুরী। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠ-অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন অমর নাথ চৌধুরী টিকলু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, শ্যামল বিশ্বাস, লিটন দত্ত, দোলন কান্তি দাস, রাজস্থলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিন্টু কান্তি নাথসহ আশ্রম পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০ ডিসেম্বর শনিবার ভোর সকাল থেকে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের মাধ্যমে দ্বিতীয় দিনের মহোৎসব শুরু হয় এবং দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। দুই দিনব্যাপী উৎসবে ভক্তবৃন্দ আনন্দের সঙ্গে অন্নপ্রসাদ গ্রহণ করেন।
এই অনুষ্ঠান শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা ও সম্প্রদায়ের একতার প্রতিফলন ঘটায়।










