ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুন্দিয়া ও উচাখিলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপি প্রার্থী ফখরুল ইমামের পৃথক দুটি নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি আব্দুছ ছাত্তার ঈশ্বরগঞ্জের উন্নয়নে লাঙ্গলে ভোট দেয়ায় আহ্বান জানান । তিনি বলেন, আমি তিনবার নৌকার মনোনয়ন পেয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি। ভোটারদের উদ্দেশ্য করে আরও জানান, দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশজুড়ে জামায়াত- বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পাকিস্তান বানানোর পরিকল্পনা করছে। তাই ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট না দিলে নৈরাজ্য ও অপশক্তিকারিরা দেশকে পাকিস্তান বানাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাতে উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আঃ রবের সভাপতিত্বে তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য হাসান মাহমুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইমাম এ পথ সভায় বলেন, বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। তাই তিনি সকল জনসাধারণকে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেবার আহ্ধসঢ়;বান জানান। এ সভায়,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্ধসঢ়;বায়ক হাজী রফিকুল ইসলাম বুলবুল,উপজেলা জা’পার কার্যকরী সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন আহমেদ, আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ, আব্দুল জলিল,
আ.লীগ সদস্য আমিন ইউ.সিদ্দিক মোহাম্মদ আলী,জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী। পরে উচাখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সভাপতি মঞ্জুরুলের সভাপতিত্বে পৃথক এক পথ সভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম
দেশ বাঁচাতে লাঙ্গলে ভোট দিন: সাবেক এমপি আব্দুছ ছাত্তার
-
ময়মনসিংহ, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ - আপডেট সময় : ১২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- ।
- 56










