দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। বেসরকারি সূত্র থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রাপ্ত মোট ভোটার পরিমাণ ১৮৯১০২টি । এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪০৪১ টি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছেন ১৯০৯ টি , ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী মো: মনিরুল ইসলাম ৫৮০ টি , ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকের মোঃ মাহবুবুর রহমান ১৮৫২ টি , গণফ্রন্টের মাছ প্রতীক প্রার্থী মোঃ লতিফুর রহমান ৫৮২টি, ঈগল প্রতীকের সতন্ত্র প্রার্থী মোঃ নুর ইসলাম ১৩৬৩ টি ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো আরেক সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সৈয়দ ফয়জুল আমির পেয়েছেন ৩৫৬টি।
এর আগে সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা অপরদিকে নড়াইল-১ আসনের বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথী বি এম কবিরুল হক। যার প্রাপ্ত ভোট ১,৩৪,২০৫। নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির মোঃ মিল্টন মোল্যা পেয়েছেন ৩৭৫৪ ভোট।










