দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে ০৭ জানুয়ারি রবিবার । গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে একটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে
নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। অপর চারটি আসনে আওয়ামী লীগ
মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক ও
রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতদের নাম
ঘোষণা করেছেন। এর মধ্যে গাজীপুর-১ চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী
লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম
মোজাম্মেল হক। তার প্রাপ্ত ভোট এক লাখ ৯ হাজার ২১৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক
প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক
উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। প্রচারের সময় তীব্র
উত্তেজনা ছড়ানো গাজীপুর-২ আসনে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা
সাবেক এমপি প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের
প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার প্রাপ্ত ভোট এক লাখ ৪ হাজার
৪৭৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী
লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। গাজীপুর-৩ আসনে
কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও টানা ছয় বারের এমপি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত
আলীর মেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রুমানা আলী টুসি এক লাখ ২৬ হাজার
১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র
প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ
পেয়েছেন এক লাখ এক হাজার ৬৭৪ ভোট ।গাজীপুর-৪ আসনে বঙ্গতাজকন্যা আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের
উপদেষ্টা শিল্পপতি আলম আহমদে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।গাজীপুর-৫ আসনে নির্বাচিত
হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি জেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান। ট্রাক প্রতীকে ৬২ হাজার ৯৪০ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা ও
শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার
৬৯৬ ভোট।
শিরোনাম
গাজীপুরে পাচঁটি আসনের মধ্যে চারটতিে নৌকা ,একটতিে স্বতন্ত্র প্রার্থী বজিয়ী
-
গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- ।
- 120










