সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করে দুই প্রার্থীর
জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে । এরা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোঃ হিল্টন
প্রামানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মশাল প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল। গত
সাত জানুয়ারী হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হিল্টন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮
ভোট এবং জাসদের প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯৬৪ ভোট। উল্লাপাড়া আসনে মোট ভোটার
সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৪০। মোট ২ লাখ ৩৩ হাজার ৯৬৭ ভোট পড়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরকে তাদের জামানতের টাকা
রক্ষা করতে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে।এ দ্#ু৩৯;প্রার্থীকে ২৯ হাজার ২৪৫ ভোট পেতে
হবে। তারা যে ভোট পেয়েছেন তাতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনে ২ লাখ
২০ হাজার ১৫ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বিজয়ী
হয়েছেন। আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল ও হিল্টন প্রামানিক মোট
৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
শিরোনাম
সিরাজগঞ্জ- ৪ ( উল্লাপাড়া ) আসনে জামানত হারালেন যারা
-
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- ।
- 66










