ফেনী জেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারো প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব মো: আনোয়ার সাদাতের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক খুরশীদ আলম।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের কাউন্সিলর শর্মী আরা পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সাইফুদ্দন মোহাম্মদ হাসান আলী, জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক নীহার কান্তি খিসা, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা, বিদেশ ফেরত অভিবাসী আনোয়ারুল হক ও ফয়েজ উল্যাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেইজ প্রকল্পের মনিটরিং অফিসার দেবাশীষ তালুকদার।
সেমিনারে অতিথি ও বক্তাগণ বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে যুব উন্নয়ন ও মৎস্য অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।।সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানসহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধাসহ বিভিন্ন ধরনের সহযোগিতার কথা প্রান্তিক মানুষের কাছে পৌছে দিতে হবে। বিদেশ গমন ও এর পরবর্তী সবধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য ওয়েলফেয়ার সেন্টার সবসময় কাজ করে থাকে।










