শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরে সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে।শুক্রবার (২২মার্চ) ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করা হয় সকাল ১০টায়,এই কার্যক্রম চলবে ২৪ মার্চ পর্যন্ত। রোগীদের চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশন এর উদ্যোগে নিউ লাইফ এর সৌজন্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে শহর ও গ্রাম থেকে ভীড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ততোধিক চিকিৎসক নিয়োজিত আছেন।
প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশন এর সভাপতি সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক।এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান এবং এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।










