ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি অটো গাড়ীকে সাইড দিতে গিয়ে দুই মটর মাইকেলের মুখোমুখি সংর্ঘষে উপজেলা ছাত্রদলের সভাপতি মো.রাকিবুল ইসলাম তুষার (২৮) গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (২৩ মার্চ) বিকেল সারে ৫টার দিকে উপজেলা সদরের ব্রাকের সামনে কাঁঠালিয়া- ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত তুষারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো.আঃ রহিম জানান, বিকেল সারে ৫টার দিকে তুষার কাঁঠালিয়া বাসস্টার্ন্ড থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল কাঁঠালিয়া ব্রাকের অফিসের সামনে একটি অটো গাড়ীকে সাইট দিতে গেলে বিপরতি দিক থেকে আসা একটি মটরসাইকেলে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।










