এক থেকে দেড়শো বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া বাজারটি গড়ে উঠে। বাজারটির পাশেই নদী বয়ে গেছে। কথিত আছে এক সময় বড় বড় জাহাজ, বজরা নিয়ে বহু দুর দুরান্ত থেকে বণিকেরা এই বাজারে বাণিজ্য করতো।
সে সময় প্রচুর লোক সমাগমও হতো এই বাজারে। তখন থেকেই এই বাজারের গরুর হাটটি ছিল খুবই জমজমাট। ভালুকাসহ পার্শ্ববর্তী গফরগাঁও, শ্রীপুর ও ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পায়ে হেটে ও নৌপথে এই হাটে গরু কিনতে আসতেন। তখন হাটে ক্রেতা বিক্রেতা থাকতো অনেক। এখন অনেক স্থানেই গরুর হাট বসছে। পুরনো এই বিরুনীয়ার গরুর হাট এখনও বেশ জমজমাট। প্রতি হাটেই বিক্রি হয় এক থেকে দুই কোটি টাকার গরু-বাছুর। তবে দুই ঈদে পাশের কংশেরকুল হাইস্কুল মাঠে হাট বসানো হয়। তখন প্রচুর গরু-ছাগল উঠে, বিক্রি হয় কয়েক কোটি টাকা।
হাটের ইজারাদার এংরাজ মেম্বার জানান, ৫শ থেকে এক হাজার গরু ওঠে এখানে। ২ থেকে ৩শ গরুও বেচাকেনা হয়। এতে ২ কোটি টাকার উপরে লেনদেন ছাড়িয়ে যায়। পার্শ্ববর্তী কাওরাইদ, গয়েশপুর, জইধরখালী, কান্দি, মশাখালী, বলদী, লাউতৈল, টংবিরইল, গফরগাঁও, দীঘা, শিবগঞ্জ, শান্তিগঞ্জ, ধীতপুর, ভালুকা, মল্লিকবাড়ী, খুর্দ্দ, মহনা, চান্দাব, বোর্ডবাজার এলাকার লোকজন এই হাটে গরু নিয়ে আসেন।
গরুর বেপারী মজিদ মিয়া জানান, এই হাটে বহু দুর দুরান্ত থেকে ক্রেতা আসে। বহু গরু ওঠে হাটে। এক-দেড় লাখ টাকা মূল্যের গরু বিক্রি হয় প্রতিনিয়ত। এক থেকে দেড়শ বেপারী গরু নিয়ে আসেন। বিক্রিও হয় ভালো।
ইজারাদার এংরাজ মেম্বার জানান, এই হাটে আগত গরু ক্রেতা ও বিক্রেতাদের কড়া নিরাপত্তা দেওয়া হয়। বাজার কমিটি গরু বেচাকেনায় সবরকম সহযোগিতা করে থাকে ক্রেতা-বিক্রেতাদের। লেনদেনের সময় খুবই সতর্কতার সাথে জাল টাকা ছড়াচ্ছে কিনা বিষয়টি খেয়াল রাখা হয়।
তিনি জানান, দুই ঈদে বাজার সংলগ্ন কংশেরকুল হাইস্কুল মাঠে টানা তিনদিন গরুর হাট বসে। তখন অনেক মানুষের সমাগম হয়। কোটি কোটি টাকা লেনদেন হয়। তখন বাজার কমিটির প্রচুর লোক মাঠে বলান্টিয়ার হিসেবে কাজ করে। সতর্ক দৃষ্টি থাকে চারদিকে। প্রতারনা কিংবা ছিনতাইকারীর খপ্পরে যাতে কোনো ক্রেতা বা বেপারীদের না পড়তে হয় সেজন্য বলান্টিয়াররা সজাগ দৃষ্টি রাখে।
তিনি আরও জানান, প্রতি হাটেই প্রচুর গরু উঠছে। কিন্তু তেমন জায়গা গো-হাটায় না থাকার কারণে গরু বহনকারী গাড়ি পার্কিং ও উঠানামা করতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই হাটের জায়গা আরও বাড়ানো দরকার। হাটটি বাড়লে পরিবেশ সুন্দর হতো এবং গরু কেনাবেচায়ও সুবিধা হতো।










