‘এক টাকায় শিক্ষা’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা সেমিনার ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ সেমিনারের আয়োজন করা হয়।
শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রকল্প পরিচালক জেসমিন চৌধুরীর সভাপতিত্বে এবং কেইস ম্যানেজার মোহাম্মাদ শাহাজাহান’র সঞ্চালনায় শিক্ষা সেমিনারের প্রধান অতিথি ছিলেন এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের সহযোগী সাকিব আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পাল, লাইফ স্কিল অফিসার লেনার্ড দাস, সোশ্যাল ওয়ার্কার মার্সিডিজ চাকমা এবং ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের অয়নদ্বীপ আচার্য ও মো. জাহিদুল হক।
ফাউন্ডেশনের সহযোগী সাকিব আহমেদ তার বক্তব্যে বলেন, ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন দীর্ঘসময় ধরে শিক্ষার উন্নয়নে সমাজের মূল ধারার বাহিরের এবং প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া অসহায়-দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে যা এখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার-ই ধারাবাহিকতায় আজকের শিক্ষা সেমিনার ও খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিলক্ষিত উচ্ছ্বাস ও উদ্দীপনা ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকে বেগবান করেছে যা ভবিষ্যৎ সুনাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুদুরপ্রসারি ভূমিকা রাখবে। আগামীতেও এক টাকায় শিক্ষা শিক্ষার উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাবে একই সাথে শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসী শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনে কাজ করবে।
কেইস ম্যানেজার মোহাম্মাদ শাহাজাহান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ‘এক টাকায় শিক্ষা’র প্রতি। তাদের কার্যক্রম সম্পর্কে আমি অবগত হয়েছি, আজকের এই শিক্ষা বিষয়ক সেমিনার ও খাবার বিতরণ কর্মসূচিও খুবই প্রাণবন্ত ছিলো। আমি ‘এক টাকায় শিক্ষা’র উত্তরোত্তর সফলতা কামনা করছি।
শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের আশ্রিত দশম শ্রেণির শিক্ষার্থী শাহাদাত আলম জয় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা এখানে সুন্দরভাবে দিনযাপন করছি। দুইবেলা খাবার ও সকালে নাস্তা নিয়মিত পাই। এখানে আমাদের শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যেই হাতিয়ার আইসিটি শিক্ষার ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়। তবে আমাদের জন্য আরও কিছু কম্পিউটার বরাদ্দ করলে ভালো হয়। আজকের ‘এক টাকায় শিক্ষা’র পক্ষ থেকে যেই আয়োজন করা হয়েছে তাতে আমরা সবাই আনন্দিত।
সেমিনারে পরিবারহীন, বিশেষ চাহিদাসম্পন্ন, সমাজের মূলধারার বাহির থেকে আসা প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের আত্ন-উন্নয়ন,জীবনের লক্ষ্য নির্ধারণ, সুশিক্ষা অর্জন, আলোকিত সমাজ ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মানে উদ্বুদ্ধ করা হয়। শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রের প্রয়োজনে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের আশ্বাস দেওয়া হয় ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এবং ‘প্রিন্স ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। যেটি শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।


























