১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবি ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি দিয়ে জালিয়াতি, শিক্ষার্থী কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতির ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় একই কৌশল ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন তিনি।

আটক শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে মাইক্রোবায়োলজি বিভাগ ভবনে তিনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করছিলেন। দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরে ফেললে তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষায় অংশ নিয়ে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতি করেন। ২৫ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি ওই শিফটে ২৪২তম স্থান অধিকার করেন। পরে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের কাছে তিনি বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর সোমবার দুপুর দেড়টার দিকে প্রক্টর অফিসে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মো. মাহমুদুল্লাহ হাসানকে ৭ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁর ‘ডি’ ও ‘এ’ ইউনিটের উত্তরপত্র এবং রোল নম্বর বাতিলের সুপারিশ করা হয়। ভবিষ্যতে জাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার দুই ইউনিটের উত্তরপত্র বাতিল করা হবে। জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, প্রক্টর অফিস থেকে রোল নম্বর পাওয়ার পর ফলাফল বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

জাবি ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি দিয়ে জালিয়াতি, শিক্ষার্থী কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতির ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় একই কৌশল ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন তিনি।

আটক শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে মাইক্রোবায়োলজি বিভাগ ভবনে তিনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করছিলেন। দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরে ফেললে তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষায় অংশ নিয়ে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতি করেন। ২৫ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি ওই শিফটে ২৪২তম স্থান অধিকার করেন। পরে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের কাছে তিনি বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর সোমবার দুপুর দেড়টার দিকে প্রক্টর অফিসে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মো. মাহমুদুল্লাহ হাসানকে ৭ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁর ‘ডি’ ও ‘এ’ ইউনিটের উত্তরপত্র এবং রোল নম্বর বাতিলের সুপারিশ করা হয়। ভবিষ্যতে জাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার দুই ইউনিটের উত্তরপত্র বাতিল করা হবে। জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, প্রক্টর অফিস থেকে রোল নম্বর পাওয়ার পর ফলাফল বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা