১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত ১৯ উপজেলায় আজ নির্বাচন

▶আবারো স্থগিত বাঘাইছড়ি উপজেলায়
▶পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম
▶১৮ উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ

 

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি উপজেলায় আজ রোববার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলোর নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হওয়ার কথা ছিল। তবে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ কারণে ২০টির পরিবর্তে ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮টি উপজেলায় ব্যালটে ও ১টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ রোববার, ৯ জুন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ উপজেলায় ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। তারা ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া, কেন্দ্রে কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আনসার, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে ইসি। এছাড়া প্রার্থীদের পক্ষে বুথ ও কেন্দ্র পাহারায় থাকবে তাদের নির্ধারিত এজেন্টরা। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কি না এটি পর্যবেক্ষণে থাকবে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকেরা।

আমাদের সবুজ বাংলা’র উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচনী প্রচার এরই মধ্যে শেষ হয়েছে। প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতির কথা ভোটারদের জানিয়েছেন। প্রার্থীরা প্রত্যাশা করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রতিনিধিরা যে প্রার্থীর সঙ্গে কথা বলেছেন প্রত্যেক প্রার্থীই জানিয়েছেন তিনি এবারের নির্বাচনে বিজয়ী হবেন।

নির্বাচন ঘিরে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দূরের কেন্দ্রগুলোর মধ্যে ১৭৯টি কেন্দ্রে গতকাল শনিবার ইসি সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। আর কাছের কেন্দ্রগুলোতে অর্থাৎ ১ হাজার ২টি কেন্দ্রে আজ রোববার ভোরে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। সবুজ বাংলা’র প্রতিনিধিরা জানিয়েছেন, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেল, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভোটগ্রহণের জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

সূত্র জানায়, ১৯ উপজেলায় এবার মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি। সবগুলো উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

 

গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে শুরু হয়। চার ধাপে এ নির্বাচন গত ৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও আজ ৯ জুন পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে, দেশের কয়েকটি উপজেলায় এখনও মেয়াদপূর্তি না হওয়ায় সেগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নির্বাচন হবে ইভিএমে : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। গত ৫ জুন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ইভিএম সম্পর্কে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত : আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাঙামাটি উপজেলার বাঘাইছড়ি উপজেলায়। কিন্তু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে এতথ্য জানা গেছে।

আবারও স্থগিত বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন: আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বগুড়ায় তৃতীয় ধাপে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট আবারও স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ স্থগিতের আদেশ দেন। তবে, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

স্থগিত ১৯ উপজেলায় আজ নির্বাচন

আপডেট সময় : ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

▶আবারো স্থগিত বাঘাইছড়ি উপজেলায়
▶পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম
▶১৮ উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ

 

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি উপজেলায় আজ রোববার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলোর নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হওয়ার কথা ছিল। তবে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ কারণে ২০টির পরিবর্তে ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮টি উপজেলায় ব্যালটে ও ১টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ রোববার, ৯ জুন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ উপজেলায় ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। তারা ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া, কেন্দ্রে কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আনসার, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে ইসি। এছাড়া প্রার্থীদের পক্ষে বুথ ও কেন্দ্র পাহারায় থাকবে তাদের নির্ধারিত এজেন্টরা। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কি না এটি পর্যবেক্ষণে থাকবে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকেরা।

আমাদের সবুজ বাংলা’র উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচনী প্রচার এরই মধ্যে শেষ হয়েছে। প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতির কথা ভোটারদের জানিয়েছেন। প্রার্থীরা প্রত্যাশা করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রতিনিধিরা যে প্রার্থীর সঙ্গে কথা বলেছেন প্রত্যেক প্রার্থীই জানিয়েছেন তিনি এবারের নির্বাচনে বিজয়ী হবেন।

নির্বাচন ঘিরে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দূরের কেন্দ্রগুলোর মধ্যে ১৭৯টি কেন্দ্রে গতকাল শনিবার ইসি সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। আর কাছের কেন্দ্রগুলোতে অর্থাৎ ১ হাজার ২টি কেন্দ্রে আজ রোববার ভোরে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। সবুজ বাংলা’র প্রতিনিধিরা জানিয়েছেন, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেল, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভোটগ্রহণের জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

সূত্র জানায়, ১৯ উপজেলায় এবার মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি। সবগুলো উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

 

গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে শুরু হয়। চার ধাপে এ নির্বাচন গত ৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও আজ ৯ জুন পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে, দেশের কয়েকটি উপজেলায় এখনও মেয়াদপূর্তি না হওয়ায় সেগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নির্বাচন হবে ইভিএমে : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। গত ৫ জুন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ইভিএম সম্পর্কে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত : আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাঙামাটি উপজেলার বাঘাইছড়ি উপজেলায়। কিন্তু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে এতথ্য জানা গেছে।

আবারও স্থগিত বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন: আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বগুড়ায় তৃতীয় ধাপে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট আবারও স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ স্থগিতের আদেশ দেন। তবে, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।