০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৫ তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান রিটার্নিং অফিসার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচনি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, “২৫ তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে এবং অফিস খোলা আছে। নির্বাচনের প্রস্তুতি স্বাভাবিকভাবেই এগোচ্ছে।”

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধক্ষের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষকদের কর্মবিরতির ঘোষণার বিষয়ে তিনি জানান, শিক্ষক-অধিকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, তারা জরুরি কার্যক্রমকে আন্দোলনের বাইরে রাখার আশ্বাস দিয়েছেন।

তবে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে প্রচারণার উৎসবমুখর পরিবেশ স্তিমিত হয়ে পড়েছে। ভোটের আগে প্রাণচাঞ্চল্যময় প্রচার কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, আর ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো নয়।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “পোষ্য কোটার বিষয়টি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে রাকসু নির্বাচন অবশ্যই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়া উচিত।”

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা জানান, তারা বর্তমানে প্রচার বন্ধ রেখেছেন এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

প্রসঙ্গত, শুক্রবার থেকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা অনশনে বসে। শনিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উপ-উপাচার্য ও বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে অবরুদ্ধ হন এবং হাতাহাতিতে কয়েকজন আহতও হন। এর জেরে শনিবার রাতেই শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রম স্থগিত করে এবং রোববার বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করে।

এমআর/সবা

২৫ তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান রিটার্নিং অফিসার

আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচনি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, “২৫ তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে এবং অফিস খোলা আছে। নির্বাচনের প্রস্তুতি স্বাভাবিকভাবেই এগোচ্ছে।”

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধক্ষের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষকদের কর্মবিরতির ঘোষণার বিষয়ে তিনি জানান, শিক্ষক-অধিকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, তারা জরুরি কার্যক্রমকে আন্দোলনের বাইরে রাখার আশ্বাস দিয়েছেন।

তবে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে প্রচারণার উৎসবমুখর পরিবেশ স্তিমিত হয়ে পড়েছে। ভোটের আগে প্রাণচাঞ্চল্যময় প্রচার কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, আর ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো নয়।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “পোষ্য কোটার বিষয়টি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে রাকসু নির্বাচন অবশ্যই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়া উচিত।”

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা জানান, তারা বর্তমানে প্রচার বন্ধ রেখেছেন এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

প্রসঙ্গত, শুক্রবার থেকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা অনশনে বসে। শনিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উপ-উপাচার্য ও বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে অবরুদ্ধ হন এবং হাতাহাতিতে কয়েকজন আহতও হন। এর জেরে শনিবার রাতেই শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রম স্থগিত করে এবং রোববার বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করে।

এমআর/সবা