০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে নারী প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লাট শেমিংয়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী এ হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন ভুয়া আইডি ও বট অ্যাকাউন্ট থেকে নারী প্রার্থীদের মানহানিকর মন্তব্য, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিং করা হচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ক্ষতিকর।

সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করছি। কিন্তু নানা ভুয়া আইডি থেকে অশালীন মন্তব্য ছড়ানো হচ্ছে। এসব প্রমাণসহ আমরা অভিযোগ দিয়েছি।”

চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজও অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “নারী প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু তাদের সম্মানহানি করছে না, বিশ্ববিদ্যালয়ের পরিবেশও দূষিত করছে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

চাকসু নির্বাচন: নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে নারী প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লাট শেমিংয়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী এ হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন ভুয়া আইডি ও বট অ্যাকাউন্ট থেকে নারী প্রার্থীদের মানহানিকর মন্তব্য, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিং করা হচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ক্ষতিকর।

সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করছি। কিন্তু নানা ভুয়া আইডি থেকে অশালীন মন্তব্য ছড়ানো হচ্ছে। এসব প্রমাণসহ আমরা অভিযোগ দিয়েছি।”

চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজও অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “নারী প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু তাদের সম্মানহানি করছে না, বিশ্ববিদ্যালয়ের পরিবেশও দূষিত করছে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা