০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচতে চান নোবিপ্রবির শিক্ষার্থী মশিউর, দরকার ২০ লাখ টাকা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের মেধাবী শিক্ষার্থী মশিউর রহমান মোল্লা (দশম ব্যাচ) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ের সম্মুখীন। মাত্র ২৪ বছর বয়সে তার শরীরে ধরা পড়েছে ভয়ঙ্কর একটি রোগ—”Mixed Germ Cell” ধরনের ক্যান্সার। ক্যান্সারটি এখন তার ডান পাশের অণ্ডকোষে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে দুটি ফুসফুসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানী ঢাকা, মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ)।

 

চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ২০ লাখ টাকা, যা মশিউরের পরিবার কখনোই একা যোগান দিতে পারবে না। ইতোমধ্যে মশিউরের চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তার চিকিৎসা এখনও সম্পূর্ণ হয়নি।

মশিউর জানান, “প্রথমে আমার ডান পাশের অণ্ডকোষে টিউমার ধরা পড়েছিল, তারপর চট্টগ্রামের সিএমসিতে অপারেশন করা হয়। তবে রিপোর্টে দেখা গেল, এটা ক্যান্সার এবং দুই ফুসফুসে ছড়িয়ে গেছে। চিকিৎসকরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পরামর্শ দিয়েছেন, যেখানে চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন হবে।”

বর্তমানে কেমোথেরাপির পাশাপাশি শ্বাসকষ্ট, বমি এবং গলব্লাডারে পলি জমার সমস্যাতেও ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসায় উন্নতি হলে, পরবর্তীতে গলব্লাডারের অপারেশনও করতে হবে।

মশিউর তার জীবনের এই সংকটময় মুহূর্তে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, “আপনারা যারা আমাকে সাহায্য করেছেন, তাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ। আপনাদের সহায়তা ছাড়া আমার জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। আপনারা আছেন বলেই আমি এখনও বাঁচার আশা করছি।”

তরুণ মশিউরের জীবন বাঁচাতে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। আপনিও যদি তাঁর পাশে দাঁড়ান, তবে দয়া করে নিম্নলিখিত ঠিকানায় সাহায্য পাঠান:

বিকাশ/নগদ নম্বর: 01518420873 (অন্তর), 01677139317 (ওহী আলম)

ব্যাংক অ্যাকাউন্ট:

Account Name: MD MASHIUR RAHMAN

Account No: 2303141160001

Bank: City Bank PLC

Branch: Maijdee

মশিউরের জীবন বাঁচাতে আপনার সহযোগিতা অপরিহার্য। এক স্নেহপূর্ণ ও সহানুভূতিশীল হাত থেকে অন্য হাতেও সাহায্যের প্রদানের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি।

আশা করি, সবাই মশিউরের জন্য প্রার্থনা করবেন এবং যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবেন।

সম্পাদনা: এম রহমান/সবা

বাঁচতে চান নোবিপ্রবির শিক্ষার্থী মশিউর, দরকার ২০ লাখ টাকা

আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের মেধাবী শিক্ষার্থী মশিউর রহমান মোল্লা (দশম ব্যাচ) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ের সম্মুখীন। মাত্র ২৪ বছর বয়সে তার শরীরে ধরা পড়েছে ভয়ঙ্কর একটি রোগ—”Mixed Germ Cell” ধরনের ক্যান্সার। ক্যান্সারটি এখন তার ডান পাশের অণ্ডকোষে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে দুটি ফুসফুসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানী ঢাকা, মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ)।

 

চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ২০ লাখ টাকা, যা মশিউরের পরিবার কখনোই একা যোগান দিতে পারবে না। ইতোমধ্যে মশিউরের চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তার চিকিৎসা এখনও সম্পূর্ণ হয়নি।

মশিউর জানান, “প্রথমে আমার ডান পাশের অণ্ডকোষে টিউমার ধরা পড়েছিল, তারপর চট্টগ্রামের সিএমসিতে অপারেশন করা হয়। তবে রিপোর্টে দেখা গেল, এটা ক্যান্সার এবং দুই ফুসফুসে ছড়িয়ে গেছে। চিকিৎসকরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পরামর্শ দিয়েছেন, যেখানে চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন হবে।”

বর্তমানে কেমোথেরাপির পাশাপাশি শ্বাসকষ্ট, বমি এবং গলব্লাডারে পলি জমার সমস্যাতেও ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসায় উন্নতি হলে, পরবর্তীতে গলব্লাডারের অপারেশনও করতে হবে।

মশিউর তার জীবনের এই সংকটময় মুহূর্তে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, “আপনারা যারা আমাকে সাহায্য করেছেন, তাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ। আপনাদের সহায়তা ছাড়া আমার জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। আপনারা আছেন বলেই আমি এখনও বাঁচার আশা করছি।”

তরুণ মশিউরের জীবন বাঁচাতে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। আপনিও যদি তাঁর পাশে দাঁড়ান, তবে দয়া করে নিম্নলিখিত ঠিকানায় সাহায্য পাঠান:

বিকাশ/নগদ নম্বর: 01518420873 (অন্তর), 01677139317 (ওহী আলম)

ব্যাংক অ্যাকাউন্ট:

Account Name: MD MASHIUR RAHMAN

Account No: 2303141160001

Bank: City Bank PLC

Branch: Maijdee

মশিউরের জীবন বাঁচাতে আপনার সহযোগিতা অপরিহার্য। এক স্নেহপূর্ণ ও সহানুভূতিশীল হাত থেকে অন্য হাতেও সাহায্যের প্রদানের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি।

আশা করি, সবাই মশিউরের জন্য প্রার্থনা করবেন এবং যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবেন।

সম্পাদনা: এম রহমান/সবা