০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় উল্টো পথে ঢুকা একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।

নিহত মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামে। ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ‘ভাই ভাই মুরাদ ক্লাসিক’ নামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ উল্টো পথে ঢুকে ইজিবাইকটিকে চাপা দেয়। এরপর বাসটি সড়কের পাশে থাকা দোকানে গিয়ে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

রংপুরে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

আপডেট সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় উল্টো পথে ঢুকা একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।

নিহত মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামে। ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ‘ভাই ভাই মুরাদ ক্লাসিক’ নামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ উল্টো পথে ঢুকে ইজিবাইকটিকে চাপা দেয়। এরপর বাসটি সড়কের পাশে থাকা দোকানে গিয়ে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

এমআর/সবা