ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি জানান, বর্তমানে সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। এ সময় কারও এনআইডি সংশোধন হলে ভোটার তালিকা ও হাতে থাকা এনআইডিতে দুই ধরনের তথ্য থেকে যেতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটাধিকার প্রয়োগে সমস্যায় পড়তে পারেন।
এ কারণেই ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন ও স্থানান্তর কার্যক্রম স্থগিত থাকবে। তবে আবেদন গ্রহণ, শুনানিসহ সংশ্লিষ্ট সব প্রক্রিয়া চালু থাকবে। শুধু চূড়ান্ত সংশোধনটি আপাতত করা হবে না।
এমআর/সবা













