০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম ভেঙে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী

বিপিএল গভর্নিং কাউন্সিল যাচাই-বাছাই শেষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি– ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সকে চূড়ান্ত করে আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। এই তালিকায় হঠাৎ করে যোগ হয়েছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি।

বিসিবির একজন কর্মকর্তা জানান, দেশ ট্রাভেলসকে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে প্রতিষ্ঠানটিকে ব্যাংক জামানত বা চেক দিতে বলা হয়েছে।

শেষ সময়ে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবির এক পরিচালক বলেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) থেকে অনুরোধ করা হয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি বাড়াতে। ক্রিকেটাররা যাতে খেলার সুযোগ পান। সেই চিন্তা থেকে দেশ ট্রাভেলসকে সুযোগ দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি বাড়াতে আমাদের অনুরোধ ছিল। সেটা না হলে বিদেশি ক্রিকেটার একজন কমিয়ে তিনজন করার আলোচনা হয়েছে। তারা ফ্র্যাঞ্চাইজি বাড়িয়েছে। এজন্য আমাদের পক্ষ থেকে ইফতেখার রহমান মিঠু ভাইকে ধন্যবাদ।’

এমআর/সবা

নিয়ম ভেঙে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী

আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বিপিএল গভর্নিং কাউন্সিল যাচাই-বাছাই শেষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি– ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সকে চূড়ান্ত করে আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। এই তালিকায় হঠাৎ করে যোগ হয়েছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি।

বিসিবির একজন কর্মকর্তা জানান, দেশ ট্রাভেলসকে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে প্রতিষ্ঠানটিকে ব্যাংক জামানত বা চেক দিতে বলা হয়েছে।

শেষ সময়ে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবির এক পরিচালক বলেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) থেকে অনুরোধ করা হয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি বাড়াতে। ক্রিকেটাররা যাতে খেলার সুযোগ পান। সেই চিন্তা থেকে দেশ ট্রাভেলসকে সুযোগ দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি বাড়াতে আমাদের অনুরোধ ছিল। সেটা না হলে বিদেশি ক্রিকেটার একজন কমিয়ে তিনজন করার আলোচনা হয়েছে। তারা ফ্র্যাঞ্চাইজি বাড়িয়েছে। এজন্য আমাদের পক্ষ থেকে ইফতেখার রহমান মিঠু ভাইকে ধন্যবাদ।’

এমআর/সবা