ঢাকা ক্যাপিটালসের জন্য ম্যাচটি ছিল শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়—ছিল গভীর শোক, অশ্রু আর হারানোর বেদনায় মোড়ানো এক কঠিন লড়াই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগেই হৃদয়বিদারক এক খবর নাড়িয়ে দেয় পুরো দলকে। ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও হার্ট অ্যাটাকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই দুঃসংবাদ কাঁধে নিয়েই মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। চোখে জল, বুকভরা শোক—তবু কোচ জাকির প্রতি সম্মান জানিয়ে লড়াই চালিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত সেই শোকের ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় ঢাকা। ১ রান করে তানজিম হাসানের বলে বোল্ড হন তিনি। এরপর ওপেনার উসমান খান ও তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটসম্যান আবদুল্লাহ আল মামুন ৩৭ রানের জুটি গড়েন। মোহাম্মদ নেওয়াজের বলে ফেরার আগে উসমান করেন ১৮ রান। ৩৯ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলা মামুনকেও থামান নেওয়াজ।
লক্ষ্য কম থাকায় রানের চাপ খুব বেশি ছিল না, তবে নাসির হোসেনের ২২ বলে ১৯ রানের ইনিংসে কিছুটা জটিলতা তৈরি হয়। নাসির আউট হওয়ার সময় ঢাকার প্রয়োজন ছিল ২৫ বলে ৩৫ রান। তখন দায়িত্ব কাঁধে নেন সাব্বির রহমান ও শামীম হোসেন। নেপালি স্পিনার সন্দীপ লামিচানের করা ১৭তম ওভারে ১৫ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। এরপর ১৮ বলে ৩৬ রানের জুটিতে জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। সাব্বির ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে শোকের রাতে ঢাকাকে এনে দেন স্বস্তির হাসি।
ঢাকার জয় মূলত গড়ে ওঠে বোলিংয়ের দাপটে। টসে জিতে বোলিং নিয়ে শুরু থেকেই রাজশাহীকে চাপে রাখে তারা। পাকিস্তানি বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকে। এরপর নাজমুল হোসেন ও ইয়াসির আলীকেও আউট করে রাজশাহীর মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ইমাদ।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল আজ ভালো শুরু করলেও থামতে হয় ২৮ বলে ৩৭ রানে। মুশফিকুর রহিম করেন ২৪ রান। মোহাম্মদ নেওয়াজ অপরাজিত ২৬ রানে থেকে বল হাতে নেন ৩ উইকেট।
কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে এই রাত স্মরণীয় হয়ে থাকবে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকির স্মৃতিতে। দলের সবাই যেন এই জয়টি উৎসর্গ করলেন সেই মানুষটিকে, যিনি ডাগআউটে দাঁড়িয়ে দলকে অনুপ্রাণিত করতেন—আর আজ ক্রিকেট পরিবারকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: ২০ ওভারে ১৩২/৮ (নাজমুল ৩৭, নেওয়াজ ২৬*, মুশফিক ২৪; ইমাদ ৩/১৬, নাসির ২/৩২)।
ঢাকা: ১৮.৫ ওভারে ১৩৪/৫ (মামুন ৪৫, সাব্বির ২১*)।
ফল: ঢাকা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইমাদ ওয়াসিম।
এমআর/সবা

























