দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ২৪ ডিসেম্বর লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। পৌঁছাবেন বেলা ১১.৫৫ টায়।
তিনি দেশে নেমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
সহাসফাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তার মায়ের সঙ্গে সময় কাটিয়ে গুলশান ১৯৬ নম্বর বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি’র শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাসভবনের সামনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গাড়ি থেকে পানি স্প্রে করে পরিষ্কার করা হচ্ছে রাস্তার ধুলাবালি।
গুলশান ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৩ ওয়ার্ড ১৯ এর
সুপারভাইজার কাউসার আহমেদ বলেন, ভোর থেকেই প্রায় ১০ জন পরিচ্ছন্নতাকর্মী তারেক রহমানের বাসভবনের আশপাশের রাস্তা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করছে। আমরা একটু পরপর এসে খেয়াল রাখছি নতুন করে আবার ময়লা জমে কি না। পানিবাহী গাড়ি দিয়ে স্প্রে করে ধুলা মুক্ত রাখার চেষ্টা করছি।
বাসভবনের সামনের একপাশের রাস্তা নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বাড়ির সামনে টহল দিচ্ছে চেয়ারপারসনের স্পেশাল ফোর্স (সিএসএফ)। উৎসুক জনতা এক নজর বাড়িটি দেখতে ভিড় করলেও তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছে।
গুলশানে তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনসহ চারিদিকে অবস্থান করছে পুলিশ, র্যাবসহ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
কোনো রকম দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে একদল পুলিশ।
এমআর/সবা

























