বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছে তিনি বাবার কবরে ফুল দিয়ে জিয়ারত করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি জিয়া উদ্যানে যান। পথে নেতাকর্মীদের ভিড়ের কারণে তার গাড়িবহর ধীরগতিতে চলতে দেখা যায়।
সকাল থেকেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে তারা তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
শু/সবা


















