সুইজারল্যান্ডের জনপ্রিয় ও বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানায় একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
ইংরেজি নববর্ষ উদযাপনের সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ভালাইস অঞ্চলের ক্রানস-মন্টানার ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বারটিতে ১০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় পুলিশ ও বিবিসির বরাতে জানা গেছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাময়িকভাবে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়।
ভালাইস ক্যান্টোনাল পুলিশের এক মুখপাত্র জানান, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করা হচ্ছে। আহত ও নিহতদের পরিবারের সহায়তার জন্য একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্লিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্ট চলাকালীন আতশবাজি বা পাইরোটেকনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং বাইরে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে।
বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল ও আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী জরুরি সেবায় নিয়োজিত রয়েছেন।
আল্পস পর্বতমালার হৃদপিণ্ডে অবস্থিত ক্রানস-মন্টানা শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আগামী জানুয়ারির শেষ দিকে এখানে একটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিং ইভেন্ট আয়োজনের কথা ছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় ও জাতীয়তা শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে খুব শিগগিরই একটি বিস্তারিত প্রেস ব্রিফিং দেওয়া হবে।
শু/সবা
























