আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রংপুর-১ আসনে দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। এ আসনে মোট নয়টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। যাচাই শেষে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন—বিএনপির মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব, নাগরিক পার্টির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, ‘দাখিল করা নয়টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ ঘোষণা করা হয়েছে। নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে ব্যারিস্টার মঞ্জুম আলী অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, বড় ধরনের কোনো ত্রুটি না থাকলে মনোনয়নপত্র বাতিল করা হবে না। অনেক প্রার্থীর মনোনয়নপত্র সামান্য ত্রুটি থাকা সত্ত্বেও বৈধ ঘোষণা করা হয়েছে। অথচ তার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তার প্রতি অবিচার। তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান।
শু/সবা

























