আবারও সারা দেশে টানা দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার ও সোমবার বিএনপির ডাকা এ কর্মসূচির সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে রাজপথে রয়েছে নড়াইল জেলা ছাত্রদল।
জানা যায়, গত ২৮ অক্টোবর সরকার পতনের একদফা আন্দোলনে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি। ওইদিন সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন। পরে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আবারও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় আবারও এক কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার ও সোমবার সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে নড়াইল জেলা ছাত্রদল। এ সময়ে দলের নড়াইল জেলার নেতা -কর্মীরা ‘দৈনিক সবুজ বাংলাকে’ তাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে জানান।
এ উদ্দেশ্যে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, ‘দলের প্রয়োজনে সবসময় – সর্বদা আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে আমি এবং আমার নড়াইল জেলা ছাত্রদল সর্বদা আপোষহীন’।
নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সরদার মেহেদী হাসান সবুজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব, হামিদুল হক তনু এ উদ্দেশ্য বলেন” তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক”। শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের পতাকা সমুন্নত রাখবোই, শীর্ষ নেতৃ বৃন্দদের গ্রেফতার, অত্যাচার করে স্বৈরাচারী মসনদ টিকিয়ে রাখা যাবে না, এক দফা দাবি আদায়ের লক্ষ্য কেন্দ্রীয় ঘোষিত ৫ ও ৬ তারিখের অবরোধ নড়াইল জেলা ছাত্রদল যে কোনো মূল্যে সফল করবে রাজপথে থেকে। প্রাণপ্রিয় দল বিএনপি ফিনিক্স পাখির মত সময়মত আবার ঘুরে দাড়াবে ইনশাআল্লাহ।
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স.ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগল প্রায় হয়ে সাধারণ মানুষের অধিকার আদায় থেকে বঞ্চিত করার লক্ষ্যে বৃথা চেষ্টা করছে, গ্রেফতার দমন-পীড়ন করছে কিন্তু মুক্তি কামী জনতা তাদের অধিকার আদায় না করে ঘরে না ফিরতে বদ্ধপরিকর। আমরা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েই যাবো। আমাদের সর্বশেষ কর্মীটিও সাধারণ মানুষ কে সাথে নিয়ে রাষ্ট্র মেরামতের কর্মসূচি সফল করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করবে ইনশাল্লাহ,, আপনারা লক্ষ্য করেছেন, দেশ বাঁচানোর কর্মসূচী সর্মথন করে সাধারণ মানুষও আমাদের কর্মসূচি সফল করছেন।
নড়াইলের জাতীয়তাবাদী পরিবারের সন্তান ও ঢাকা কলেজ ছাত্রদল কর্মী মো: সাজেদুল ইসলাম শাওন বলেন ‘ দেশ নায়েক তারেখ রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে তার জন্য সাময়িক অসুবিধাকে মেনে নিয়ে স্থায়ী মুক্তি জন্য কাজ করুন। বাংলাদেশ ছাত্রদলের প্রতিটি কর্মী এক একজন তারেক রহমান হয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ- “নেতৃত্ব দিন নেতৃত্ব নিন”।
নড়াইল জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী জেমস মেহরাব বলেন’ আমি মনে করি বিএনপির বর্তমান আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ এবং এই সফলতার মন্ত্র নির্ধারণ করে দিয়েছেন তারেক রহমান। ৭১ এর জিয়াউর রহমানের জ্বালাময়ী মুক্তিযুদ্ধের ঘোষণার মতই তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের “নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন” শ্লোগানটি সাধারণ মানুষ ও নেতা – কর্মীদের মনে আশার সঞ্চার ঘটিয়েছে । ‘কর্মীরা চাঙ্গা হয়েছেন এবং শীর্ষ নেতৃবৃন্দ আটক হওয়ার পর ও আন্দোলন সফলতার মুখ দেখছে এবং ভবিষ্যতেও দেখবে ইনশাআল্লাহ।’
নড়াগাতি থানা ছাত্রদল নেতা রিমন মোল্ল্যা বলেন, দেশের স্বাধীনতা,গনতন্ত্র রক্ষার এই আনদোলনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা মাঠে থাকব নড়াগাতী থানা ছাত্রদল। বাংলাদেশ ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে দেশ নায়ক তারেক রহমান কে বাংলাদেশে আনব এবং খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।
























