১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি ও সৈয়দপুর উপজেলা আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক কে পার্টির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাক্ষরিত দলীয় প্যাডে এ সংক্রান্ত লিখিত সাংগঠনিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মূলত: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বর্তমান এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমান দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে এই আসনের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলসহ আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। কিন্তু ইকু গ্রুপের এমডি ও জাপা নেতা সিদ্দিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এতে আদেলুর রহমানের নির্বাচিত হওয়া দূরহ হয়ে পড়েছে।
কারণ বিগত মেয়াদে এলাকায় উন্নয়ন করার পরিবর্তে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করায় পার্টির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরী হয়েছে।  দলীয় ইমেজ সংকট সৃষ্টি হওয়ায় আদেলুর রহমান আদেলের প্রতি বিতশ্দ্ধ হয়ে অনাস্থা প্রকাশ করে সিদ্দিকুল আলমকে সমর্থন জানিয়ে তাঁকে মনোনয়ন দেয়ার দাবী জানান। কিন্তু পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনমত উপেক্ষা করে আদেলকে মনোনয়ন দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের পরামর্শে স্বতন্ত্র প্রার্থী হয় সিদ্দিকুল আলম। এতে পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়। নানাভাবে চেষ্টা করেও তাঁকে প্রার্থীতা প্রত্যাহার করাতে ব্যর্থ হয়ে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এব্যাপারে সিদ্দিকুল আলমের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে চাননি। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার 

আপডেট সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি ও সৈয়দপুর উপজেলা আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক কে পার্টির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাক্ষরিত দলীয় প্যাডে এ সংক্রান্ত লিখিত সাংগঠনিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মূলত: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বর্তমান এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমান দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে এই আসনের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলসহ আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। কিন্তু ইকু গ্রুপের এমডি ও জাপা নেতা সিদ্দিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এতে আদেলুর রহমানের নির্বাচিত হওয়া দূরহ হয়ে পড়েছে।
কারণ বিগত মেয়াদে এলাকায় উন্নয়ন করার পরিবর্তে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করায় পার্টির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরী হয়েছে।  দলীয় ইমেজ সংকট সৃষ্টি হওয়ায় আদেলুর রহমান আদেলের প্রতি বিতশ্দ্ধ হয়ে অনাস্থা প্রকাশ করে সিদ্দিকুল আলমকে সমর্থন জানিয়ে তাঁকে মনোনয়ন দেয়ার দাবী জানান। কিন্তু পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনমত উপেক্ষা করে আদেলকে মনোনয়ন দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের পরামর্শে স্বতন্ত্র প্রার্থী হয় সিদ্দিকুল আলম। এতে পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়। নানাভাবে চেষ্টা করেও তাঁকে প্রার্থীতা প্রত্যাহার করাতে ব্যর্থ হয়ে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এব্যাপারে সিদ্দিকুল আলমের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে চাননি। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে।