চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ থেকে। গত ৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে এই পর্যন্ত মোট আবেদন করেছে দুই লক্ষ আট হাজার পাঁচশত ছয়ত্রিশ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড.খায়রুল ইসলাম।
আবেদনের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন,তিনি বলেন, আবেদনের সময় বাকি আছে আরও দুই দিন। আজকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
গতবারের ধারাবাহিকতায় এই বছর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াতে ভর্তি পরীক্ষায় ডিন’সদের কোর কমিটি সিদ্ধান্ত নিতে হয়। তবে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখন পর্যন্ত কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কমিটির সিদ্ধান্তেই আবেদনের সময়সীমা আরও বাড়ানো হবে।
কোন ইউনিটে কতজন আবেদন করেছে:
এখন পর্যন্ত চবির ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৮৯,৭১২ জন ‘বি’ ইউনিটে ৫৪,৯৫১ জন ‘বি১’ উপ ইউনিটে ১,২৮৪জন ‘সি’ ইউনিটে ১৩,৭২৫ জন ‘ডি’ ইউনিটে ৪৭,৫২৪ জন এবং ‘ডি১’ ১৩৪০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
অনলাইনে আবেদন চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট নাগাত। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত দেওয়া যাবে ভর্তি আবেদন ফি।
















