নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। আমাদের সঙ্গে তারা আরো সম্পৃক্ততা বাড়াতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি উগান্ডায় অনুষ্ঠিত ন্যাম সম্মেলন শেষে দেশে ফিরেছেন। সেখানকার সফর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অনেকেরই উগান্ডা নিয়ে ভুল ধারণা আছে। আমি ঘুরে আসার পরে বলছি উগান্ডা একটি অত্যন্ত সুন্দর দেশ। উগান্ডার আবহাওয়া খুবই চমৎকার। ১৫-২৫ ডিগ্রি তাপমাত্রা থাকে। দিনের এবং রাতের তারতম্য সারা বছরে ১৫-২০ মিনিট এদিক-সেদিক হয়। মানুষ অত্যন্ত চমৎকার। উগান্ডায় বসবাসরত বাঙালিদের সঙ্গে কথা হয়েছে। কেউ কেউ ৪২ বছর ধরে আছেন। সেখানে আমাদের ব্র্যাকের নারী কর্মকর্তা ও ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামে কাজ করেন। তাদের জিজ্ঞেস করেছি। তারা বলেছে, মানুষ সফট স্পোকেন। দেশটি চমৎকার। রাতে ২টার সময় ট্যাক্সি নিয়ে যাতায়াত করতে কোনো সমস্যা হয় না। তিনি বলেন, উগান্ডায় কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা কৃষিজমি লিজ দিলে আমরা সেখানে বিনিয়োগ করব। আমাদের এফবিসিসিআই দল সেখানে গেছে। সেখানে জমি লিজ নিয়ে তুলা চাষ করা যায় এবং আফ্রিকা থেকেও তুলা আসে। সেখানে পামঅয়েল চাষ করা যায়। পামঅয়েলও আমরা আমদানি করি।
তিনি বলেন, দুই দিনে ১৭টি দ্বিপক্ষীয় বৈঠক করেছি। জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথ মহাসচিব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, ফিলিস্তিন, নেপাল, বাহরাইন, উগান্ডাসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের বাসায় দাওয়াত থাকায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলাপকালে গাজায় সহিংসতা বন্ধের জন্য তার যে প্রো-অ্যাকটিভ রোল, সহিংসতা বন্ধের জন্য গাজা পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন, এর প্রশংসা করেছি। পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে কথা বলেছি। তাছাড়া কমনওয়েলথ মহাসচিব এ দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেছেন।
ভারতেই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর : উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ৭ জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে ভারতে যাব। দ্বিপক্ষীয় সবগুলো ইস্যুতে তাদের সঙ্গে আলাপ হবে। এসময় যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবির সিপাহি মোহাম্মদ রইশুদ্দীনের নিহতের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কূটনৈতিকভাবেই দেখা হচ্ছে।
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসন চায় বাংলাদেশ : মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নিয়ে কথা হয়েছে। দেখা গেছে, রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে আসার পর বাণিজ্যের বিষয়টি আগের পর্যায়ে নেই। সেই বাণিজ্য যেন অব্যাহত থাকে সেটি নিয়ে আলোচনা করেছি। মিয়ানমার থেকে যে মাদক আসে সেটা যেন বন্ধ হয় তা নিয়ে আলোচনা করেছি। তিনিও স্বীকার করেছেন, কিভাবে এটি বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশ^ব্যাংক প্রতিনিধির বৈঠক
‘৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক’
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- ।
- 67













