১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাংচুর

ঢাকা কলেজ-সিটি কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাংচুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও সাইন্সল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে৷

দুই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনে  ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী৷ পরে ঐ শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়৷ এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়৷ এর মধ্যে সিটি কলেজের সামনে, সাইন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ এসময় সাইন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাস ভাংচুর চালায় শিক্ষার্থীরা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে৷ এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়৷

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সবুজ বাংলাকে বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘটনা নিয়ে বসেছি৷ আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিলো সে এখন আমার অফিসে আছে৷ পরবর্তী করনীয় নিয়ে আলোচনা চলছে৷

দুই কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের সময় ঘটনাস্থলগুলোতে পুলিশ উপস্থিত ছিলেন৷ এ সময় পুলিশকে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে দেখা যায়৷

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে৷ ঘটনাস্থলে পুলিশ ছিলো৷ সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স/মিফা

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাংচুর

আপডেট সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

ঢাকা কলেজ-সিটি কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাংচুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও সাইন্সল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে৷

দুই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনে  ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী৷ পরে ঐ শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়৷ এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়৷ এর মধ্যে সিটি কলেজের সামনে, সাইন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ এসময় সাইন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাস ভাংচুর চালায় শিক্ষার্থীরা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে৷ এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়৷

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সবুজ বাংলাকে বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘটনা নিয়ে বসেছি৷ আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিলো সে এখন আমার অফিসে আছে৷ পরবর্তী করনীয় নিয়ে আলোচনা চলছে৷

দুই কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের সময় ঘটনাস্থলগুলোতে পুলিশ উপস্থিত ছিলেন৷ এ সময় পুলিশকে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে দেখা যায়৷

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে৷ ঘটনাস্থলে পুলিশ ছিলো৷ সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স/মিফা