সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্যবছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে জেলা কল্যাণ সমিতির সভাপতি মনোনীত হয়েছে
মোঃ শরিফ হোসেন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে মোঃ রাকিবুল ইসলাম নয়ন। সংগঠনের উপদেষ্টা ইবনে আজাদ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছর এর জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন – সহ-সভাপতি মোঃ আসাদুল্লাহ হক সুমন,আনিকা আক্তার,মোঃরিফাত হোসেন,আদনান হাবিব পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ খান,মোশারফ হোসেন,মোঃ তানভির তুষার, মোঃ আশিক রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির
দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল ( ফারহান)।
নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ শরিফ হোসেন বলেন, “ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত হয়। উপদেষ্টা আমাকে যোগ্য বলে মনে করেছেন। ইনশাল্লাহ আমি তাদের এই বিশ্বাস ও আস্থার প্রতি সম্মান রেখে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ কে আরো সুশৃংখল এবং সুন্দর ভাবে পরিচালনা করাই আমার মূল লক্ষ্য। পাবনা জেলা থেকে আগত সকল শিক্ষার্থীর যেকোনো সমস্যা সমাধানে আমরা পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ সব সময় সচেষ্ট থাকব। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব সময়ই শিক্ষার্থীদের সহযোগিতা করব।আমাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের এই কার্যক্রম খুব সুন্দর ভাবে সাফল্যমন্ডিত করবে, ইনশাল্লাহ।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম নয়ন বলেন,”আমাকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করায়, উপদেষ্টা ও সদস্য সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমাদের সংগঠন এর মূল লক্ষ্য থাকবে, বৃহত্তর পাবনা জেলা থেকে সকল ছাত্রছাত্রীদের বিপদে আপদে সবসময় পাশে থাকবো। তাদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা করা। প্রতিবছর সবাইকে নিয়ে নবীন বরণ, শিক্ষাসফর ও ইফতার মাহফীল সহ অন্যান্য সকল শিক্ষার্থীদের জন্য কল্যাণকর অনুষ্ঠান আয়োজন করা,দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা ও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রতি বছর নির্দিষ্ট সময়ে নতুন কমিটি গঠন করা এবং সবার সাথে মিলেমিশে থাকা, এলাকার মানুষদের কোন প্রয়োজন হলে সংগঠন এর সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটাই হবে আমাদের সংগঠন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
















