দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান এমপি বলেছেন, ব্যবসায়ীদের দায়িত্বহীনতার জন্য রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ট্র্যাজেডি ঘিরে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই। কারণ দুর্ঘটনার আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে।
গতকাল সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক শেষে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২৪ তলা পর্যন্ত ভবনে আগুন নির্বাপণের ব্যবস্থা রয়েছে। এখন ৫০ সেকেন্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের যাত্রা শুরু করার মতো সক্ষমতা তৈরি করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সর্তক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।




















