রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় রাজ কমপ্লেক্স নামে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত ও হতাহত হওয়ার কোনও তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা
























