গাজিপুর জেলার কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, এমপি ও সাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। হাসপাতালে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ডাক্তার, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন ওয়ার্ডে যান, রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
হাসপাতালে যে কোন প্রকার অনিয়মের তথ্য পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

















