০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা ভোটে বিচ্ছিন্ন সংঘাত-সংঘর্ষ

◉প্রথম ধাপে জয়ের খবরে এগিয়ে আওয়ামী লীগ নেতারা
◉৩০-৪০ শতাংশ ভোটার উপস্থিতি, আভাস ইসির
◉সংঘর্ষে আহত ২৫, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৩৪
◉ধান কাটা মৌসুমের কারণে ভোটার কম; নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

বড় কোনো ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন সংঘাত, সংঘর্ষের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। তবে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না অধিকাংশ কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার উপস্থিতি ছিল ৩০-৪০ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সারা দেশে ৩৭টি অনাকাক্সিক্ষত ঘটনায় ৩৪ জনকে আটক করা হয়েছে, সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আহতের সংখ্যা আরও বেশি।

 

 

ভোট গ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে দাবি করে বলেন, নির্বাচনে ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেননি। ভোটার বেশি এলে নির্বাচন আরো ভালো হতো। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিছু সংঘর্ষে কিছু আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ পর্ব। বেশ কিছু ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি উপজেলায় ভোট বর্জন করেছেন প্রার্থীরা।

 

 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ব্যালট বাক্স ছিনতাই ও গোলাগুলির কারণে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ায় যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়। ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির অভিযোগ এনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ভোট বর্জন করেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। বগুড়ার গাবতলী উপজেলার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী ও এক প্রার্থীর এজেন্ট এরশাদ আলীকে আটক করে পুলিশ। এ সময় সিল মারা ৬০০টি ব্যালট ও ৩০০টি ব্যালট-সংবলিত তিনটি মুড়ি বই জব্দ করা হয়েছে।

 

 

 

 

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এক ভোটারের ভোট দিয়ে দেওয়ায় পোলিং অফিসার মো. জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আনোয়ার হোসেন খান নামে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ভোটের আগের রাতে সহকারী প্রিসাইডিং অফিসার মো. নূরুউদ্দিন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে না দেওয়ায় এক পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

 

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের রাতে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থী শহিদুর রহমান চৌধুরী থানায় একটি অভিযোগ দিয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সকালে কালিগঞ্জ থানা পুলিশ তাকে ধলবাড়িয়া ইউপির মৌখালী কেন্দ্র থেকে থানায় নিয়ে আসে। আটক আনসার সদস্য তৈয়েবুর রহমান কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে।

 

 

তিনি ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন। ভোটকেন্দ্রে নগদ ৯৪ হাজার টাকাসহ সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন ৫ জন।

 

 

 

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় ১৭ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেয়ার অভিযোগে রতন অধিকারী নামে এক যুবককে আটক করা হয়েছে। জামালপুর সদর উপজেলায় কাপপিরিচের এজেন্টদের মারধর করে বের দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এখানে আহত হয়েছেন ৩ জন। মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই উপজেলায় জাল ভোট দেয়ায় চারজনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় মীর রেজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলরকে আটক করে পুলিশ। ভোটের আগের দিন গভীর রাতে প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহীনকে আটক করে র‌্যাব-১২।

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধমকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়া এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১৬টি জাল ভোট দেওয়ার দায়ে হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্যের ব্যালট পেপারে সিল মারাসহ ভোটারদের প্ররোচিত করায় দায়ে ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজীতে জাল ভোটের ঘটনায় পোলিং অফিসাররে সামনে থেকেই ১৯টি সিলমারা ব্যালট জব্দ করেন প্রিজাইডিং অফিসার। ২ কেন্দ্র থেকে সবমিলিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাটের শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্র থেকে ১ লাখ ১০ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে পুলিশ।

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহর (কাপ পিরিচ) সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

 

 

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অপর একটি কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থানের সময় ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সুনামগঞ্জের শাল্লার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই দফায় ভিমরুলে আক্রমণে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আশপাশের এলাকার মানুষজন দিশেহারা হয়ে পড়েন। এ সময় ভিমরুলের আক্রমণে ভোটার, পুলিশ, আনসারসহ প্রায় ২৫ জন আহত হন।

 

রংপুরের পীরগাছায় ভোট দিতে গিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন নওয়াব আলী (৭২) নামে এক বৃদ্ধ। দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। নওয়াব আলী পেশায় একজন কৃষক। তিনি সোনারায় গ্রামের বাসিন্দা। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার।

 

 

 

এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জনের কারণে অধিকাংশ উপজেলায় প্রতীদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ নেতারা। তবে দলের অবস্থানের বাইরে যেয়ে ২৮ উপজেলায় নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি নেতারা। ৪টি উপজেলায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির নেতারা। এদিকে ধানকাটা ও ঝড়বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তবে নির্বাচন কমিশন যে ৩০-৪০ ভাগ ভোটার উপস্থিতির কথা জানিয়েছে, এটা সন্তোষজনক। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

 

আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

১ম ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে ভোটগ্রহণ করা হলো রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে।

উপজেলা ভোটে বিচ্ছিন্ন সংঘাত-সংঘর্ষ

আপডেট সময় : ০১:২৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

◉প্রথম ধাপে জয়ের খবরে এগিয়ে আওয়ামী লীগ নেতারা
◉৩০-৪০ শতাংশ ভোটার উপস্থিতি, আভাস ইসির
◉সংঘর্ষে আহত ২৫, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৩৪
◉ধান কাটা মৌসুমের কারণে ভোটার কম; নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

বড় কোনো ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন সংঘাত, সংঘর্ষের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। তবে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না অধিকাংশ কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার উপস্থিতি ছিল ৩০-৪০ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সারা দেশে ৩৭টি অনাকাক্সিক্ষত ঘটনায় ৩৪ জনকে আটক করা হয়েছে, সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আহতের সংখ্যা আরও বেশি।

 

 

ভোট গ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে দাবি করে বলেন, নির্বাচনে ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেননি। ভোটার বেশি এলে নির্বাচন আরো ভালো হতো। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিছু সংঘর্ষে কিছু আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ পর্ব। বেশ কিছু ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি উপজেলায় ভোট বর্জন করেছেন প্রার্থীরা।

 

 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ব্যালট বাক্স ছিনতাই ও গোলাগুলির কারণে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ায় যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়। ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির অভিযোগ এনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ভোট বর্জন করেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। বগুড়ার গাবতলী উপজেলার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী ও এক প্রার্থীর এজেন্ট এরশাদ আলীকে আটক করে পুলিশ। এ সময় সিল মারা ৬০০টি ব্যালট ও ৩০০টি ব্যালট-সংবলিত তিনটি মুড়ি বই জব্দ করা হয়েছে।

 

 

 

 

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এক ভোটারের ভোট দিয়ে দেওয়ায় পোলিং অফিসার মো. জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আনোয়ার হোসেন খান নামে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ভোটের আগের রাতে সহকারী প্রিসাইডিং অফিসার মো. নূরুউদ্দিন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে না দেওয়ায় এক পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

 

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের রাতে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থী শহিদুর রহমান চৌধুরী থানায় একটি অভিযোগ দিয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সকালে কালিগঞ্জ থানা পুলিশ তাকে ধলবাড়িয়া ইউপির মৌখালী কেন্দ্র থেকে থানায় নিয়ে আসে। আটক আনসার সদস্য তৈয়েবুর রহমান কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে।

 

 

তিনি ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন। ভোটকেন্দ্রে নগদ ৯৪ হাজার টাকাসহ সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন ৫ জন।

 

 

 

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় ১৭ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেয়ার অভিযোগে রতন অধিকারী নামে এক যুবককে আটক করা হয়েছে। জামালপুর সদর উপজেলায় কাপপিরিচের এজেন্টদের মারধর করে বের দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এখানে আহত হয়েছেন ৩ জন। মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই উপজেলায় জাল ভোট দেয়ায় চারজনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় মীর রেজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলরকে আটক করে পুলিশ। ভোটের আগের দিন গভীর রাতে প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহীনকে আটক করে র‌্যাব-১২।

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধমকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়া এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১৬টি জাল ভোট দেওয়ার দায়ে হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্যের ব্যালট পেপারে সিল মারাসহ ভোটারদের প্ররোচিত করায় দায়ে ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজীতে জাল ভোটের ঘটনায় পোলিং অফিসাররে সামনে থেকেই ১৯টি সিলমারা ব্যালট জব্দ করেন প্রিজাইডিং অফিসার। ২ কেন্দ্র থেকে সবমিলিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাটের শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্র থেকে ১ লাখ ১০ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে পুলিশ।

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহর (কাপ পিরিচ) সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

 

 

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অপর একটি কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থানের সময় ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সুনামগঞ্জের শাল্লার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই দফায় ভিমরুলে আক্রমণে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আশপাশের এলাকার মানুষজন দিশেহারা হয়ে পড়েন। এ সময় ভিমরুলের আক্রমণে ভোটার, পুলিশ, আনসারসহ প্রায় ২৫ জন আহত হন।

 

রংপুরের পীরগাছায় ভোট দিতে গিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন নওয়াব আলী (৭২) নামে এক বৃদ্ধ। দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। নওয়াব আলী পেশায় একজন কৃষক। তিনি সোনারায় গ্রামের বাসিন্দা। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার।

 

 

 

এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জনের কারণে অধিকাংশ উপজেলায় প্রতীদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ নেতারা। তবে দলের অবস্থানের বাইরে যেয়ে ২৮ উপজেলায় নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি নেতারা। ৪টি উপজেলায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির নেতারা। এদিকে ধানকাটা ও ঝড়বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তবে নির্বাচন কমিশন যে ৩০-৪০ ভাগ ভোটার উপস্থিতির কথা জানিয়েছে, এটা সন্তোষজনক। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

 

আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

১ম ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে ভোটগ্রহণ করা হলো রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে।