❖ আবেদ আলী একটি দলের ষড়যন্ত্রের ইনস্ট্রুমেন্ট কি না দেখা হচ্ছে
❖ চারজনের জামিন নামঞ্জুর, ৬ জনের রিমান্ড আবেদন
❖ জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দুজন গ্রেপ্তার
❖ নিবন্ধন পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রটালে ব্যবস্থা
কোনো সরকারি কর্মকর্তা বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আবেদ আলী একটি দলের ষড়যন্ত্রের ইনস্ট্রুমেন্ট কি না সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসে জড়িত অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং তারা অনেকের নাম বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সেসব কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে জানতে চাইলে ফরহাদ গণমাধ্যমকর্মীদের বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব চিন্তা-ভাবনা থেকে করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হলেও এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব এরই মধ্যে বলেছেন। বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। এখানে একটুও ত্রুটি নেই, খুবই শক্তভাবে সরকার দেখছে।
তিনি বলেন, সিআইডি বিশেষভাবে জানার চেষ্টা করছে আসলে বিষয়টি কী হয়েছে। যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয়, এরই মধ্যে এ রকম অনেক কথা বলা হয়েছে। তার মধ্যেও কোনো ফাঁক-ফোকর আছে কি না, যার কারণে এরা সুযোগ নিয়েছে, সেটা আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে।
আবেদ আলীসহ চারজনের জামিন নামঞ্জুর, ৬ জনের রিমান্ড আবেদন : পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামি হলেন- পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল ও লিটন সরকার। গতকাল বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিদের জামিন চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য জানিয়েছেন।
এর আগে ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা ১৭ আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন, অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন এবং লিটন সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বাকি ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে আবু সোলায়মান মো. সোহেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। তাকে কারাগারে পাঠানো হয়। অপর ছয় আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়। অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরও কারাগারে পাঠানো হয়। এদিকে, গতকাল বৃহস্পতিবার ছয় আসামি নোমান সিদ্দিক, জাহাঙ্গীর আলম, এস এম আলমগীর কবির, প্রিয়নাথ রায়, জাহিদুল ইসলাম ও আবু জাফরের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী ১৬ জুলাই আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।
জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার দুজন : রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তারা হলেন, মো. রাকিব হাসান (২৫) ও শাহ আলম মিজি (৩৯)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, একটি শিক্ষা সনদ ও একটি মার্কশিট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট থানার বাকুশাহ মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
নিবন্ধন পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রটালে ব্যবস্থা: ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নফাঁসের গুজব ছড়ানো সংশ্লিষ্ট ব্যক্তি এবং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। গতকাল এনটিআরসিএ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এছাড়া অযৌক্তিক দাবি নিয়ে কেউ হট্টগোল সৃষ্টির চেষ্টা করলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনটিআরসিএ চেয়ারম্যান।





















