০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অফিস সময় বাড়ল

➤ আজ থেকে তিন দিন অফিস চলবে ৬ ঘণ্টা
➤ ব্যাংক ও আদালতেও নতুন সূচি

চলমান কারফিউ শিথিলের ধারাবাহিকতায় এবার সরকারি-বেসরকারি অফিস সময়ও বাড়ানো হয়েছে। আজ থেকে তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা করে চলবে এসব অফিস। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। এসময় ঢাকাসহ চার জেলায় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। গতকাল এই শিথিলের মেয়াদ বাড়িয়ে সকাল ৮টা থেকে বিকাল ৫টা করা হয়। আজও একই নিয়মে শিথিল থাকার কথা।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। এর আগে কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।

ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। ব্যাংক লেনদেনের সময় বাড়ল: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। এ তিন দিন ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের চেক ক্লিয়ারিংয়ের সময়ও বাড়বে। চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচির বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে পূঁজিবারের লেনদেন রোববার থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আদালতের নিজস্ব সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

অফিস সময় বাড়ল

আপডেট সময় : ০৬:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

➤ আজ থেকে তিন দিন অফিস চলবে ৬ ঘণ্টা
➤ ব্যাংক ও আদালতেও নতুন সূচি

চলমান কারফিউ শিথিলের ধারাবাহিকতায় এবার সরকারি-বেসরকারি অফিস সময়ও বাড়ানো হয়েছে। আজ থেকে তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা করে চলবে এসব অফিস। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। এসময় ঢাকাসহ চার জেলায় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। গতকাল এই শিথিলের মেয়াদ বাড়িয়ে সকাল ৮টা থেকে বিকাল ৫টা করা হয়। আজও একই নিয়মে শিথিল থাকার কথা।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। এর আগে কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।

ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। ব্যাংক লেনদেনের সময় বাড়ল: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। এ তিন দিন ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের চেক ক্লিয়ারিংয়ের সময়ও বাড়বে। চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচির বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে পূঁজিবারের লেনদেন রোববার থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আদালতের নিজস্ব সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে বলে জানা গেছে।