রাজধানীর তুরাগে বিএনপি নেতা এরশাদের উপর হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী হামলা হয়েছে, স্থানীয় বরাতে জানা গেছে তুরাগের রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় কামারপাড়ার হাজি জহির এবং হাজি সফিক এর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনে একটি বাহিনী ২৩/০৮/২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিট এ রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় বিএনপি নেতা এরশাদ ও জমির বক্স সহ তাদের পরিবারের উপর হামলা চালায়, এবং বিএনপি নেতা এরশাদকে লক্ষ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত চালায়, এতে এরশাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মক যখম হয়, এবং জমির বক্স গুরুতর আহত হয়, বর্তমানে এরশাদ ইস্ট ওয়েস্ট মেডিকেলে চিকিৎসাধিন আছেন, এসময় বিএনপি নেতা এরশাদ কে দেখতে ছুটে আসেন ঢাকা ১৮ আসনের বিএনপি নেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা। এসম তিনি এ হামলার তিব্র নিন্দা ও খোভ প্রকাশ করেন এবং এই হামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানান। এ ঘটনায় অত্র এলাকার বিএনপি নেতা কর্মীদের মাঝে তীব্র খোভ বিরাজ করছে, এসময় এই এলাকায় বিএনপির নেতাকর্মীরা হামলায় জড়িত হাজী জহিরুল ইসলামসহ সকল সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কারের দাবি জানায়,
শিরোনাম
তুরাগে বিএনপি নেতা এরশাদের উপর হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী হামলা
-
শাহাদাত হোসেন মানিক - আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- ।
- 73
জনপ্রিয় সংবাদ

























