ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪।
৪ ডিসেম্বর (বুধবার) সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. লিজা সারমিন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “জেএমসি মিডিয়া বাজ আমাদের সাংবাদিকতা বিভাগের একটি সিগনেচার প্রোগ্রাম, যা আমাদের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত হয়। তারা তাদের মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই প্রোগ্রামটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তারা আয়োজনটিকে ধারাবাহিকভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে যে জেএমসি মিডিয়া বাজের নাম শুনলেই যে কেউ সাংবাদিকতা বিভাগকে সহজেই সনাক্ত করতে পারে। আমি শিক্ষার্থীদের এই উদ্যোগে গর্বিত এবং তাদের সাধুবাদ জানাই।”
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ড. আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক এবং মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ ড. আব্দুল কাবিল খান জামিল, ফ্যাকাল্টি মেম্বার এবং এটিএন নিউজের বার্তা সম্পাদক শফিকুল ইসলাম শামীম।
এবারের জেএমসি মিডিয়া বাজের মূল থিম ছিল “নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০”। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় নির্বাচিত ২৫টি সেরা ছবি নিয়ে বিশ্লেষণ পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত ফটোগ্রাফার সুমন ইউসুফ এবং ডকুমেন্টারি, ট্র্যাভেল ও স্ট্রিট ফটোগ্রাফার তন্ময় দাস। তারা প্রতিটি ছবির গল্প নিয়ে আলোচনা করেন এবং ফটোগ্রাফারদের দিকনির্দেশনা প্রদান করেন। বিশ্লেষণ পর্ব শেষে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে আকর্ষণীয় প্রাইজমানি প্রদান করা হয়।
পরবর্তীতে দুপুর ২টা থেকে মিডিয়া বাজের অংশ হিসেবে ক্যাম্পাসের মাঠে টেজার হ্যান্ট খেলার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লুকানো গুপ্তধন খুঁজে বের করার প্রতিযোগিতায় মেতে ওঠে। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ন্যাশনাল ১২০ সেকেন্ড শর্ট ফিল্ম প্রতিযোগিতার প্রর্দশনীসহ বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশের নাট্য, সিনেমা, কনটেন্ট ক্রিয়েটর এবং শিল্পীজগতের জনপ্রিয় সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, ইহা অবাপ্তি, সাবহা বিনতে জাকির তুর্ণা, সাকিব মোহাম্মদ শাহাদাত ইলিয়াস, মেহেরাবুল হক রাফিসহ সাংবাদিকতা বিভাগের সকল এবং বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে সানকুইক, কালচারাল পার্টনার ডিআইইউ ব্র্যান্ড সোসাইটি, ডকুমেন্টারি পার্টনার ডিআইইউ ফটোগ্রাফি সোসাইটি এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে রয়েছে ইম-পাবলিশ।
উল্লেখ্য, জেএমসি মিডিয়া বাজ প্রথম অনুষ্ঠিত হয় ২০২১ সালে, “কনভারজেন্স অফ মিডিয়া” থিম নিয়ে। এরপর থেকে প্রতি সেমিস্টারে দুটি করে মিডিয়া বাজ আয়োজিত হচ্ছে, এবং এবারের মিডিয়া বাজ-ফল ২০২৪ হচ্ছে এর ষষ্ঠ আসর। এই আয়োজনটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয় এবং এবারের আয়োজনের প্রধান উদ্যোক্তা হচ্ছে ৪৬ তম ব্যাচের শিক্ষার্থীরা। মূলত মিডিয়া বাজ শিক্ষার্থীদের এবং ইন্ডাস্ট্রির পেশাদারদের মধ্যে সম্পর্ক তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
















