- পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা
- পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৩৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। দেরাতং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে। এতে চারজন আহত হয়েছে এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে পাকিস্তান বলেছে, তারা টিটিপির স্থাপনা লক্ষ্য হামলা করেছে। এরপরে পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। পরবর্তীতে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও ৮ জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এরপরেই পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে সর্বশেষ এই হামলার খবর এলো। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাত দিয়ে বলা হয়েছে, গত ১০ মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত ৯২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩৫৩ জন।
এদিকে, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সকালে সিন্ধুর মোরো শহরের কাছে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে আর পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হতাহতের এসব ঘটনা ঘটে। সিন্ধুর নওশাহরু ফিরোজে জেলার মোরো শহরের কাছে এম-৬ মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত ও আরও ১৩ জন আহত হন। নওশাহরু ফিরোজে জেলার ডিসি আরসালান সালীম জানান, হায়দ্রাবাদের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। জেলার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মৃতদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটজনক।
















